হাস্যকর হাদিস সমূহ পর্ব -৫

Share

ইসলাম ধর্মে পুরুষদের এক বিশেষ সুবিধা হল এরা আবাধ যৌনমিলন করতে পারবে যে কার সাথে। কাউকে পছন্দ হলে যদি তা নিটি বিরুদ্ধ হয় তাহলে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সেই নারীকে বন্দী করে তার সাথে যৌন মিলন করতে পারবে। এবং একসাথে  অনেকের সাথে যৌন মিলনে লিপ্ত হতে পারবে। কিন্তু ইসলামে নারীদেরকে এই অধিকার দেয়া হয় নি। পুরুষের জন্যই ইসলাম ধর্মের জন্ম। নারীদের ভোগ্য পণ্য ছাড়া ইসলামে নারীদের কোন সম্মানে সম্মানিত করে না। পুরুষরা নিজেদের সুবিধা মতো ইসলাম ধর্মকে নিজেদের স্বার্থে ব্যাবহার করতে এসকল নিয়ম বানিয়ে ইসলাম নামে প্রচার করছে। এর সাথে যুক্ত হয়েছে এসকল হাদিস-

নবী সুলায়মান এক রাতে একশ’ স্ত্রীর সঙ্গে মিলিত হতেন

গ্রন্থের নামঃ সহীহ বুখারী (তাওহীদ)

হাদিস নম্বরঃ [5242]

অধ্যায়ঃ ৬৭/ বিয়ে (كتاب النكاح)

পাবলিশারঃ তাওহীদ পাবলিকেশন

পরিচ্ছদঃ ৬৭/১২০. কোন ব্যক্তির এ কথা বলা যে, নিশ্চয়ই আজ রাতে সে তার সকল স্ত্রীর সঙ্গে মিলিত হবে।

৫২৪২. আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, দাউদ (আঃ)-এর পুত্র সুলায়মান (আঃ) একদা বলেছিলেন, নিশ্চয়ই আজ রাতে আমি আমার একশ’ স্ত্রীর সঙ্গে মিলিত হব এবং তাদের প্রত্যেকেই একটি করে পুত্র সন্তান প্রসব করবে, যারা আল্লাহর পথে জিহাদ করবে। এ কথা শুনে একজন ফিরিশিতা বলেছিলেন, আপনি ‘ইন্শাআল্লাহ’ বলুন; কিন্তু তিনি এ কথা ভুলক্রমে বলেননি। এরপর তিনি তার স্ত্রীগণের সঙ্গে মিলিত হলেন; কিন্তু তাদের কেউ কোন সন্তান প্রসব করল না। কেবল এক স্ত্রী একটি অপূর্ণাঙ্গ সন্তান প্রসব করল। নাবীসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামবলেন, যদি সুলায়মান আঃ) ‘ইন্শাআল্লাহ্’বলতেন, তাহলে তাঁর শপথ ভঙ্গ হত না। আর তাতেই ভালভাবে তার আশা মিটত। আধুনিক প্রকাশনী- ৪৮৪৮৫৯, ইসলামিক ফাউন্ডেশন- ৪৮৬২)

হাদিসের মানঃ সহিহ (Sahih)

বানরী ব্যভিচার করলে বানররা তাকে পাথর ছুড়ে হত্যা করে

পাবলিশারঃ তাওহীদ পাবলিকেশন

গ্রন্থঃ সহীহ বুখারী (তাওহীদ)

অধ্যায়ঃ ৬৩/ আনসারগণ [রাযিয়াল্লাহু ‘আনহুম]-এর মর্যাদা (كتاب مناقب الأنصار)

হাদিস নাম্বার:৩৮৪৯. 

‘আমর ইবনু মাইমূন (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন,আমি জাহিলীয়্যাতের যুগে দেখেছি, একটি বানরী ব্যাভিচার করার কারণে অনেকগুলো বানর একত্র হয়ে প্রস্তর নিক্ষেপে তাকে হত্যা করল। আমিও তাদের সাথে প্রস্তর নিক্ষেপ করলাম। (আধুনিক প্রকাশনীঃ ৩৫৬২, ইসলামিক ফাউন্ডেশনঃ ৩৫৬৭)

হাদিসের মানঃ সহিহ (Sahih)

■মোরগ এবং গাধা ডাকে ফেরেস্তা/শয়তান দেখে

গ্রন্থের নামঃ সহীহ বুখারী (ইফাঃ)

হাদিস নম্বরঃ [3071]

অধ্যায়ঃ ৪৯/ সৃষ্টির সূচনা (كتاب بدء الخلق)

পাবলিশারঃ ইসলামিক ফাউন্ডেশন

পরিচ্ছদঃ ১৯৯৭. মুসলমানের সর্বোত্তম সম্পদ ছাগ-পাল, যা নিয়ে তারা পাহাড়ের চুড়ায় চলে যায়

৩০৭১। কুতাইবা (রহঃ) … আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যখন তোমরা মোরগের ডাক শুনবে তখন তোমরা আল্লাহর কাছে তাঁর অনুগ্রহ চেয়ে দু’আ কর। কেননা, এ মোরগ ফিরিশতাদের দেখে আর যখন গাধার আওয়াজ শুনবে তখন শয়তান থেকে আল্লাহর কাছে পানাহ চাইবে, কেননা, এ গাধাটি শয়তান দেখেছে।’

হাদিসের মানঃ সহিহ (Sahih)

যদি কোন বানরী ব্যাভিচার করে থাকে তাহলে অন্য বানরেরা তাকে পাথর ছুঁড়ে মারল তাহলে কি সেই যুগে বানরেরা কথা বল্যতে পারত?নিশ্চয়ই পারত কারণ যদি কথা নাই বল্যতে পারত তাহলে আমর ইবনু মাইমূন (রাঃ) কি করে যানতে পারলেন যে বানরী ব্যাভিচার করার কারণে অন্য বানরেরা তাকে পাথর ছুঁড়ে মারছে?আর যদি বানর কথা বল্যতে না পারত তাহলে কি উনি শুধু অনুমানর ভিত্তিতে অই বানরীকে পাথর ছুঁড়ে হত্যা করল?তাহলে এতাত অ্যানিম্যাল ক্রুয়েলিটি ছাড়া আর কিছুই না।  কিছু মানুষ আসলেই পাশবিক এবং বর্বর প্রকৃতির হয়,এবং হাদিসে তার বর্ণনা মেলে।