সমকামিতা কি মৃত্যুর কারণ?

Share

আমার খুব সাধারণ একটা প্রশ্ন – পৃথিবীতে যে বছরে ৫৬ মিলিয়ন লোক মারা যায় ( ১ মিলিয়ন = ১০ লাখ), এর মধ্যে প্রথম দশটি কারণ কী কী? (ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ২০১৪)

১। হৃদরোগ, সাড়ে ৭ মিলিয়ন – মূল কারণ ধূমপান, খাদ্যাভ্যাস

২। স্ট্রোক – প্রায় সাত মিলিয়ন – মূল কারণ উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ধূমপান

৩। সি ও পি ডি, ফুসফুসের রোগ – প্রায় তিন মিলিয়ন – মূল কারণ ধূমপান

৪। নিচের শ্বাসপ্রণালীর ইনফেকশন – তিন মিলিয়ন, মূলত শিশু এবং বৃদ্ধরা মারা যায় – মূল কারণ অপুষ্টি, দারিদ্র

৫। শ্বাসতন্ত্রের ক্যান্সার – এক দশমিক ছয় মিলিয়ন- মূল কারণ ধূমপান

৬। ডায়রিয়া – দেড় মিলিয়ন, মূলত শিশুরা, মূল কারণ অপুষ্টি, দারিদ্র

৭। ডায়াবেটিস – দেড় মিলিয়ন মূল কারণ জিনেটিক, খাদ্যাভ্যাস, স্থূলতা

৮। এইচআইভি – এইডস, দেড় মিলিয়ন- মূল কারণ কনডম ছাড়া সেক্স (সম বা বিষমকামী) , নিডল শেয়ার করে ড্রাগ নেয়া, দরিদ্র দেশে রক্ত বিক্রি

৯। সড়ক দূর্ঘটনা – ১ দশমিক তিন মিলিয়ন – কারণ আপনারা জানেন

১০ । উচ্চ রক্তচাপ – এক মিলিয়নের একটু বেশি – মূল কারণ – স্ট্রেস, জিনেটিক, অন্যান্য রোগ, অতিরিক্ত মদ খাওয়া

এই তথ্যগুলো থেকে সত্যটা জানতে কারো রকেট সায়েন্টিস্ট হবার দরকার নেই। এখানে বড় বড় রোগের মূল কারণ ধরলে ধূমপান এক নম্বরে। এইচআইভি এইডস হলো অষ্টম নম্বরে (ছয়ও বলা যায়) আর কারণ হিসাবে সমকামিতাকে ধরলে সম্ভবত সর্বনিম্ন কারণ। তাহলে যিনিই নিষিদ্ধ করে থাকেন তিনি মানুষের মৃত্যুর কারণ সম্পর্কে জানেন না? তাহলে তো সবচেয়ে আগে ধূমপানকে নিষিদ্ধ করা হতো। বাংলাদেশের এইসব মহা সমাজ সচেতন এবং স্বাস্থ্য সচেতন মানুষগুলো কি কেউ ধূমপান করলে এতোটা রি রি রা রা ভাব নিয়ে এগিয়ে আসেন? সর্বজ্ঞানী ঈশ্বরও কি জানতেন না যে, ধূমপান বেশি মানুষকে মারবে সমকামিতার চেয়ে?

এর অর্থ এই না আমি সবাইকে সমকামী হতে বলছি। বিজ্ঞান মানেই হল নৈর্ব্যক্তিকভাবে দেখা। যার যার অবস্থানে তাদেরকে নন-জাজমেন্টালভাবে দেখা (যাকে বলে প্রোভিনশিয়ালিস্টভাবে না দেখা) । বিজ্ঞানের “ব”ও যদি কেউ বোঝে তাহলে স্বাস্থ্যের দোহাই দিয়ে এদেরকে ঘৃণা করতে বলবে না। অন্তত স্বাস্থ্য শাখার কোন প্রফেশনালের তো একদমই উচিত না। জগতের সকলে সংস্কারমুক্ত হোক, মঙ্গল হোক সবার।