আমরা ভালবাসতে চাই, ভাল থাকতে চাই

Share

মানুষ ভালো থাকার জন্য ভালবাসে, কষ্ট পাওয়ার জন্য নয়। যে ভালবাসা দু:খ ছাড়া কিছুই দিতে পারেনা, তাকে আদৌ কি ভালবাসা বলে কিনা আমার জানা নেই। প্রত্যেক মানুষের জীবনে ভালবাসা যেমন দরকার, ভাল থাকাটাও সমানভাবে দরকার।

বরং ভালবাসা তো সেটাই যখন হাজার জনের মাঝে বসেও তার কথাই সবার আগে মনে পড়ে, ভালবাসা সেটাই যার গল্প মুখ দিয়ে কোন চিন্তা ছাড়াই আপনা আপনিই বেরিয়ে আসে, ভালবাসা তাই যখন কাঁদতে কাঁদতে আপনি বলেন, আমি কোনদিনও তাকে ছাড়তে পারব না। ভালবাসা তো সেটাই যার গল্প সবার কাছে বলতে আপনার ভীষণ একটা ভাললাগা কাজ করে। কেউ মুখ দিয়ে যতই বলুক ভাল বাসি না বাসি না, তবুও জেনে রাখুন তার চেয়ে বেশী ভাল আপনি আসলে আর কাউকেই বাসেন না …।

আর এমন ভালবাসার জন্য শত জান কোরবান, শত ভাললাগা আর মায়া কোরবান, শত শত ভালো লাগার মূহুর্ত কোরবান।

আমরা ভালবাসতে চাই, ভাল রাখতে চাই, ভাল থাকতে চাই। কারো পরম যত্নে চাষ করা ক্ষেতের ফসল জবরদখল করে যেন আপনার এক বেলার আহারও মুখে না উঠে। মনে রাখবেন, অন্য জনের গৃহের আলো নিয়ে আপনার গৃহ আলোকিত করলে সেই ঘর আলোকিত হবে না কখনও, বরং পুড়ে ছাই হয়ে যাবে। ভুল তো মানুষের ই হয়, তবে এমন ভুল যেন আর কখনো না হয়।

আমরা মন প্রাণ উজাড় করে ভালবাসতে জানি, কারো সুখের স্বর্গ নষ্ট করতে নয়। ভালবাসা থাকুক না ভালবাসার জায়গায়। আমার ভালবাসা আমার আপন আলয়ে সংরক্ষিত থাক পরম যত্নে। সকল প্রেমিকেরা ভাল থাকুক, সুখে থাকুক আর আমি !!!

ভালোবাসা ই স্বর্গ যা জীবনে অমর হয়ে রয়।