Type to search

ফেসবুকে যে ৫ ধরনের মানুষ পেয়েছি

অন্যান্য সমকামিতা

ফেসবুকে যে ৫ ধরনের মানুষ পেয়েছি

Share

গত কয়েক বছরে ফেসবুক নামক সোশ্যাল মিডিয়াতে পরিচয় হয়িছে বহু ছেলের সাথে। কারো সাথে গড়ে উঠেছে বন্ধুত্বের সম্পর্ক, কারো সাথে শুধু ফ্লার্ট করেছি, কারো সাথে জড়িয়ে পরেছি অনলাইন-প্রেমে। যাইহোক, এইসকল গল্প আরেকদিন বলবো। ফেসবুকে পরিচয় হওয়া ছেলেদেরকে আসলে আমি ৫ টি ভাগে ভাগ করতে চাইঃ

অতি নরম মন: ভালো মানষিকতা সম্পন্ন। কেউ ভালোবাসুক সেটা চাই কিন্তু মুখ ফুটে বলতে ভয় পাই। চ্যাট করলেই খুশি। তুমি বকা দিলেও, সবার প্রথমে তোমাকেই নক দিবে। এরা কামনাকে ভালোবাসার মায়াজালে জড়াতে চায়।

নরম মন: অধিকাংশ উচ্চশিক্ষিত, সুশিল। কাউকে কখনো কষ্ট দিয়ে কথা বলে না। সর্বোচ্চ চেষ্টা করে বন্ধুত্ব বজায় রাখতে। কামুক কিন্তু দুজনের সম্মতিকে গুরুত্ব দেয়।

স্বাভবিক মন: কোন ঝগড়া বিবাদ বাধাতে চাই না। তবে ইট মারলে পাটকেল ছুড়বেই। এরাও বন্ধুত্ব পরায়ন তবে উচ্চ বিলাশি অহংকারি বন্ধুদের পাত্তা দেয় না। যদি খুব পছন্দ হয় সেক্ষত্রে ধর্য্য ধরার চেষ্টা করে। মিলন-মহব্বতে জুড়ি মেলা ভার। এরা কামকে কর্মে পরিনত করতে ওস্তাদ।

শক্ত হৃদয়: সবার আগে নিজের পছন্দ। কে কি বললো তাতে কোন ভ্রক্ষেপ নেই। বোঝালে বঝো। এমনি ভালো তবে অন্যায় আবদার বর্দাস্ত করে না। নিজেকে একটু এক্সেপশনাল ভাবতে পছন্দ করলেও বন্ধুদের ছাড়া এক মুহুর্ত কাটাতে চাই না। ভালোবাসায় বিশ্বাসি তাই মিলন টা একটু রয়েসয়ে ঘটে।

অতি কঠিন হৃদয়: কাউকে বিশ্বাস করে। কাউকে পাত্তাও দেয়না। কারো সাথে মেশার প্রয়োজন বোধ করে না। দৈহিক সৌন্দর্য হয়ত একটা কারন। হাতে গোনা বন্ধু। তবে নতুন বন্ধু মনের মত হলে আগ্রহের কমতি নাই। মানুষকে খুব তাড়াতাড়ি ভুলতে পারে। অতিব কামাতুর কিন্তু বুঝতে দেয়না।

Tags:

You Might also Like